প্রকাশক প্রশ্ন এবং আমাদের চাওয়া

মুতিউল মুরসালিন

বই’ শব্দটি এসেছে ‘ওহি’ থেকে। ওহি মানে তো আলো। সুতরাং বই যারা প্রকাশ করেন (ব্যাখ্যাসাপেক্ষে) তারা মূলত আলোই ছড়িয়ে দেন। ফলে ‘প্রকাশক’ খুব সহজ এবং সাধারণ কিছু নয়। এই গুরুত্বপূর্ণ এবং গুরুগম্ভীর পেশা বা ব্যবসার উপযুক্ত তাই যেকেউ হতে পারেন না। যিনি আলো ছড়িয়ে দেওয়ার দায়িত্বটি কাঁধে নেবেন, সংগত কারণে তাকেও হতে হয় কিছু শর্তে আলোকিত; উত্তীর্ণ। আমাদের প্রকাশকরা সেই শর্তে কতটা উত্তীর্ণ—আজকের আলাপে আমরা তাই দেখানোর চেষ্টা করব।

জোয়ার শুধু কয়লা নয়, ময়লাও ভাসিয়ে আনে

দু’হাজার তেরোর পর ইসলামি ঘরানায় (গায়রে দরসি) বই প্রকাশ ও পাঠের একটা জোয়ার এসেছে বলা যায়। যেকোনো তর্ক ও সমালোচনায় এ কথা অস্বীকারের সুযোগ নেই—এই জোয়ারটা ছিল বহুল প্রতীক্ষিত এবং এর কারিগর ও শ্রমিকরা অবশ্যই প্রশংসার দাবিদার। তবু ওই যে একটা কথা আছে না—জোয়ার শুধু কয়লা নয়, ময়লাও ভাসিয়ে আনে—সেটাও যে তেরোপর্বতী এই জোয়ারে বাস্তবায়িত হয়েছে, তাও অস্বীকারের বিন্দুমাত্র অবকাশ নেই। বরং এই জোয়ার কয়লার চেয়ে ময়লাই বেশি ভাসিয়ে এনেছে। এর স্পষ্ট দাগ আজকের এই অনাকাঙ্ক্ষিত সংকট। জোয়ারের বদলে স্বাভাবিক গতিতে উত্থানটা ঘটলে কয়লার সাথে এত ময়লা জমত না। এতে করে লেখকপাঠক এবং সত্যিকার প্রকাশকরাও এই সংকটে পড়তেন না।

সংকটটা কী

জোয়ারের ফলে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে, এই ঘরানায় বিরলব্যতিক্রম দুচারজন বাদে প্রকাশকরা বই বিক্রির বাইরে কিছুই জানেন না এবং জানার আগ্রহও লালন করেন না। যদি জানতেন, যদি লালন করতেন, তাহলে তাদের কর্মতৎপরতার এত অসহায়ত্ব আমরা দেখতাম না। দেখতাম না তারা বই নকল করছেন। (অকারণে) অনূদিত বইয়ের অনুবাদ আনতে মরিয়া হয়ে উঠছেন। বই খাওয়ানোর জন্য যুদ্ধে পরাজিত দলের মতো কেবলই ছাড় (!) দিচ্ছেন। বই কিনতে পাঠককে লোভ দেখাচ্ছেন অলোভনীয় এবং অপ্রয়োজনীয় জিনিস দিয়ে।

বই তো কাঁচামাল নয়

দেশের বিদ্যমান পরিস্থিতির যে ছাপ ও চাপ, তা অন্য সব সেক্টরের মতো বইয়ের সেক্টরেও দৃশ্যমান। জিনিসপত্রের দুর্মূল্যের কারণে মানুষের আর্থিক দীনতা এবং সেইভিং চিন্তা—দুটোর সমন্বয়ে কেউ কেউ বলতে চান, মানুষ এ কারণে আগের মতো বই কিনছে না। তাদের এই মন্তব্য অর্ধসত্য এবং আংশিক বাস্তবতা পর্যবেক্ষণের দুর্বলতার প্রকাশ। এখানে বরং ওই অর্ধসত্যকে পুরোপুরি সত্যতায় নিয়ে গেছে যা, তা হলো—অপ্রকাশকের প্রকাশক হয়ে যাওয়া। ফলে বই প্রস্তুত এবং বিক্রিতে তাদের দৌড়ঝাঁপের চিত্রটা হয়ে গেছে কাঁচামালের চাষি ও ব্যবসায়ীয়র মতো। বই তো কাঁচামাল নয়।

সমাধান কোন পথে

এই যে সংকট বরং অসুস্থতা, এর সুস্থতার জন্য মিলাদ পড়ালে কাজ হবে না। কাজ হবে না ভাত না খেয়ে পাঠক বই কিনলেও। এই রোগের একমমাত্র পথ্য হচ্ছে—প্রকাশককে বই বিক্রেতা থেকে ‘প্রকাশক’ হয়ে ওঠার চেষ্টা ও আন্তরিকতার পথে দৌড়ানো।

প্রকাশক প্রশ্ন

বাংলাদেশে জেনারেল এবং ইসলামি উভয় ঘরানায়ই দুটো প্রশ্ন উঠেছে—লেখক কে, মানে কাকে লেখক বলা যাবে; সম্পাদক কে মানে কে সম্পাদক হতে পারবে। আরও একটা প্রশ্ন ওঠার আছে—প্রকাশক কে? এই প্রশ্নটা এখনো সেভাবে আলোচনায় আসেনি; অথচ প্রথম দুই প্রশ্নের চেয়ে এই প্রশ্নটার জিজ্ঞাসা আরও জরুরি। কারণ, এই প্রশ্নে যে সংকট উঠে আসবে, তার সমাধানে আগের দুই প্রশ্ন অটো ‘নাই’ হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো, এই প্রশ্ন তোলার মতো সচেতন সমালোচক আমাদের নেই।

আলাপ আরও হবে। অন্য কোথাও। আরও একদিন। এখানে চলুন ব্যতিক্রম ওই দুচারজন প্রকাশক কারা, যারা সত্যিকার অর্থেই প্রকাশক—তাদের চিনে নিই। তারা এরাই, যারা প্রকাশক হওয়ার শর্তে উত্তীর্ণ। প্রকাশক হওয়ার শর্ত তাহলে কী কী—এগুলো জানলে বুঝতে সহজ হবে তারা কারা।

প্রকাশক হওয়ার প্রধান এবং অপরিহার্য শর্ত হলো—

. প্রকাশককে পাণ্ডুলিপি পর্যালোচনার জ্ঞান বুঝ ও যোগ্যতা রাখতে হবে।

. মুদ্রণ ও বিপণনব্যবস্থাকে বুঝতে ও জানতে হবে।

. হাউজ ও প্রকল্প পরিচালনার দূরদর্শিতা ও অর্থবল থাকতে হবে।

সংখ্যা ও শব্দে শর্ত তিনটা ছোট দেখা গেলেও এর ব্যাপ্তি বহুল। শর্তগুলো আমাদের পকেট থেকে দেওয়া নয়। সবগুলোই আন্তর্জাতিক মহলে চারিত ও চর্চিত।

আমাদের চাওয়া

জোয়ারে ভেসে আসা অযোগ্য ও অপেশাদার ওই প্রকাশকদের আমরা আসলে হেলা করছি না। বই, পাঠক, লেখক এবং প্রকাশকের সংখ্যা বৃদ্ধিতে তাদের ঘামের বিন্দুও শ্রম দিয়েছে। ফলে কড়া শব্দে সমালোচনা করলেও আমরা তাদের থেকে বিমুখ বা হতাশ হতে চাই না। এই এমনতর সমালোচনাই তাদের প্রতি আমাদের ভালোবাসার দলিল—হৃদয়ের লাল চিহ্ন। ফলে আমরা চাই, তারা কেবলই বইবিক্রিতা না হয়ে, না থেকে প্রকাশক হয়ে উঠুন।

বিজ্ঞাপন

Subscribe
Notify of
guest
9 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
হাবীব মাওদুদ
হাবীব মাওদুদ
1 year ago

সুন্দর সমালোচনা করেছেন।

Khalilur Rahman Nafe
Khalilur Rahman Nafe
1 year ago

মুতিউল মুরসালিন ভাইয়ের গল্প পড়তে চাই।

Kawsar Mahmud
Kawsar Mahmud
1 year ago

এই সাইটে কি মানসম্পন্ন লেখা দিলে যে কারো লেখা প্রকাশিত হবে? দয়া করে জানাবেন।

মুহাম্মদ শরিফ
মুহাম্মদ শরিফ
Reply to  Kawsar Mahmud
1 year ago

হুম। লেখকের বয়স, পেশা কিংবা শিক্ষাগত যোগ্যতা এখানে ধর্তব্য নয়। উপযুক্ত লেখা অবশ্যই অগ্ৰাধিকার পেয়ে থাকে।

আমীরুল ইসলাম ফুআদ
আমীরুল ইসলাম ফুআদ
1 year ago

যুক্তিসঙ্গত আলাপ।

মুহাম্মাদ আব্দুল কাদির
মুহাম্মাদ আব্দুল কাদির
1 year ago

জরুরি আলাপ। এইরকম আলাপ আরও হউক।

আবু সুফিয়ান নাছিম
আবু সুফিয়ান নাছিম
1 year ago

আলাপটা সুন্দরই। বেশ জরুরী বটে। তবে এতো দ্রুত শেষ করে দেয়া অনুচিত হয়েছে।

ইফতেখার তামিম
ইফতেখার তামিম
1 year ago

প্রকাশক আলোচনা অনেক ভালো ছিল মুরসালিন ভাই। যোগাযোগ এগিয়ে যাক অনেক দূর।

মুহিব্বুল্লাহ
মুহিব্বুল্লাহ
1 year ago

সুন্দর আলোচনা

স্বত্ব © ২০২৩, যোগাযোগ | ই মেইল : jogajogbd.org@gmail.com

যোগাযোগ-এ প্রকাশিত কোনো লেখা, ছবি কিংবা শিল্পকর্ম লেখক অথবা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা অবৈধ৷