জাবির মাহমুদ

জাবির মাহমুদের জন্ম মানিকগঞ্জের বাড়াই ভিকরায়। পড়াশোনার শুরুটা নানুবাড়ির স্কুলে। তারপর মাদরাসা। জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে শুরু। শেষটা জামিয়া ফরিদাবাদে। তারপর চাকরি। সমকালীন প্রকাশনে শিশুসাহিত্যিক হিসেবে শুরু হলেও বর্তমানে তিনি পেইনফিল্ড পাবলিকেশনের সিস্টার কনসার্ন টুইংকেলে কর্মরত। শিশু ও শিশুসাহিত্য তা প্রিয়৷ শিশুদের নিয়ে লেখালেখির পাশাপাশি টুকটাক সম্পাদনা ও অনুবাদেও মশকের হাত সচল। মৌলিক ও অনুবাদ মিলিয়ে প্রকাশিত বই তিনটি।

স্বত্ব © ২০২৩, যোগাযোগ | ই মেইল : jogajogbd.org@gmail.com

যোগাযোগ-এ প্রকাশিত কোনো লেখা, ছবি কিংবা শিল্পকর্ম লেখক অথবা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা অবৈধ৷