
সুলাইমান সাদী
সুলাইমান সাদী। কবি ও শিল্পসমালোচক। এক যুগের বেশি সময় ধরে লিখছেন কবিতা, ছড়া ও শিল্পসমালোচনা। দ্বিতীয় দশকের প্রভাববিস্তারী কবিদের কাতারে উজ্জ্বল আসন দখল করে আছেন। তার কবিতায় নন্দনতত্ত্বের স্বভাবজাত ও ভিন্নমাত্রিক ব্যবহার চোখে পড়ার মতো। আধুনিক-উত্তরআধুনিক বলয়ের ভেতরে থেকে বৈপ্লবিক ভাষা ও নান্দনিকতার প্রকাশই তার কবিতার প্রধান লক্ষণ। তাই ‘সুলাইমান সাদীর ফ্যাসিবাদী কবিতা’ শীর্ষক কবির প্রথম কবিতার বইয়ে আমরা নন্দনতাত্ত্বিক ফ্যাসিবাদের দেখা পাই। কবির দ্বিতীয় কবিতার বই ‘অন্তস্থগামী স্বৈরাচার’ প্রকাশের পথে। নন্দনতত্ত্বের ভেতর দিয়ে দেশ কাল সময়ের অনুসঙ্গ নিয়ে আসেন সাবলীল চাতুর্যে। কবি সুলাইমান সাদীর কবিতা ও শিল্পের এই যাত্রা হোক অনন্তগামী সুন্দরের পথে।