শেখ মুজাহিদুল ইসলাম
জন্ম শহর গাজীপুর। শৈশব, কৈশোর ও পড়াশোনার হাতেখড়ি সব ওইখানেই। নিজেকে একজন পাঠক ও তালিবুল ইলমের পরিচয়ে দেখতে পছন্দ করেন। আগ্রহ রাখেন জ্ঞানের নানাবিধ শাখায়। শখের বশে লেখেন ও তরজমা করেন। বর্তমানে তিনি কওমী মাদরাসায় শিক্ষানবিশ আছেন।