
সাঈদ আজাদ
সাঈদ আজাদ। গল্পকার ও ঔপন্যাসিক। জন্ম, বেড়ে উঠা ঢাকাতেই। পড়ালেখা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে সরকারি চাকরি করছেন। প্রথম বই প্রকাশ ২০১৭ সালে : উপন্যাস অগ্নিপ্রভাত। উপন্যাসটি শব্দঘর-অন্যপ্রকাশ আয়োজিত নবীন কথাসাহিত্যিক অন্বেষণ প্রতিযোগিতায় সেরা পান্ডুলিপি পুরস্কার লাভ করে। বিষণ্ন জোছনা ও জলটুঙ্গি তার আরো দুটি উপন্যাস।