
সারোয়ার তুষার
লেখক। জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বুদ্ধিবৃত্তিক নানা তৎপরতার সাথে যুক্ত। আগ্রহের এলাকা রাষ্ট্র, ক্ষমতা, সহিংসতা, ইতিহাস, দর্শন, ধর্ম ও ধর্মতত্ত্ব, বিউপনিবেশায়ন, প্ল্যানেটারি সায়েন্স, তত্ত্ব ও সমাজ-সম্পর্ক। প্রকাশিত বই : সময়ের ব্যবচ্ছেদ (সহ-লেখক: সহুল আহমদ)। প্রকাশিতব্য বই : কোয়ারেন্টাইন স্টেট, সাম্প্রদায়িকতা (সহ-লেখক: সহুল আহমদ)। বিভিন্ন জার্নাল, পত্রিকা, ব্লগ ও অনলাইন ম্যাগাজিনে নিয়মিত লিখছেন। বাষ্ট্রচিন্তা জার্নালের সম্পাদক পর্ষদের সদস্য। লৌকিক প্রকাশনের সম্পাদক।