
সালমান সাদিক
সালমান সাদিক একজন মানুষ। সে কিছু ভাবে না। তার মতে যাবতীয় শিল্প-সাহিত্য সমস্ত কিছুই অর্থহীন বেকার। তাও সে কেন লেখে, সেটা সে জানে না। এটা করলে অনেক খ্যাতি ও সম্মান অর্জন করা যায়, যা সে দেখে আসছে। তাই হয়তো সে লেখে। চরম নেতিবাদী পরাবাস্তব মানসিকতার এই লোক একজন সর্বোচ্চ মাপের অকর্মণ্য হিসেবে নিজেকে দেখতে চায়।