সাব্বির জাদিদ

সাব্বির জাদিদ জন্মেছেন কুষ্টিয়ায়। গ্রামের স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ চুকিয়ে মায়ের ইচ্ছায় ভর্তি হন মাদরাসায়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজের ওপর অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। শৈশব থেকেই বই পড়ার নেশা। সেই সূত্রে লেখালেখির জগতে প্রবেশ। ছোটগল্প দিয়েই যাত্রা শুরু। ২০১৭ সালে একটি শোক সংবাদ নামে তার প্রথম গ্রন্থ প্রকাশিত হয়। ২০২০ সালে মুহাম্মাদ সা. এর দাদা আব্দুল মোত্তালিবের জীবন ও জাহিলি আরব নিয়ে রচনা করেন প্রায় সাড়ে পাঁচশ পৃষ্ঠার বৃহৎ কলেবরের উপন্যাস পিতামহ। বইটি পাঠকনন্দিত হয়েছে। ২০২২ সালে বের হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনভিত্তিক উপন্যাস গোত্রহীনের ইতিকথা। এই বইটিও বিজ্ঞ পাঠকের মনোযোগ আকর্ষণ করেছে। গ্রন্থতালিকা : ১. একটি শোক সংবাদ (ছোটগল্প) ২. রুদ্ধ হাওয়ার দিন (ছোটগল্প) ৩. পাপ (উপন্যাস) ৪. ভাঙনের দিন (উপন্যাস) ৫. পিতামহ (উপন্যাস) ৬. গোত্রহীনের ইতিকথা (উপন্যাস) ৭. জীবনঘড়ি (উপন্যাস) ৮. প্রজ্ঞায় যার উজালা জগৎ (রাসুল সা. এর প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার গল্প নিয়ে রচিত সিরাত বই)

স্বত্ব © ২০২৩, যোগাযোগ | ই মেইল : jogajogbd.org@gmail.com

যোগাযোগ-এ প্রকাশিত কোনো লেখা, ছবি কিংবা শিল্পকর্ম লেখক অথবা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা অবৈধ৷