
মুসা আল হাফিজ
মুসা আল হাফিজ (১৯৮৪-) । প্রকাশিত গ্রন্থ ষাটের অধিক। কবিতা, ছড়া, গবেষণা, কলাম,অনুবাদ, শিশুতোষ , জীবনী, সাহিত্যসমালোচনা ইত্যাদি পথে তিনি নিজেকে হাজির করেন।
তাঁর রচনাধারা যে সব বিষয়ের মধ্য দিয়ে গতিমান, তার মধ্যে আছে ইতিহাস, দর্শন, রাজনীতি, সমাজ, প্রাচ্যবাদ-প্রতীচ্যবাদ , তুলনামূলক ধর্মতত্ত্ব, সীরাত, তাসাউফ ইত্যাদি ।
সিলেটের বিশ্বনাথে জন্মগ্রহণকারী কবি মুসা আল হাফিজ ব্যক্তিগত জীবনে ভাবুক ও সুফিলিপ্ত। তাঁর কলম বুদ্ধিবৃত্তি ও হৃদয়বৃত্তির সমস্বরে মানুষ ও মানুষের পৃথিবীর জন্য অন্তর্দৃষ্টিময় চিন্তাভাষ্য রচনায় নিমগ্ন।