মুহিম মাহফুজ

মুহিম মাহফুজ। কবিতা, গান, অনুবাদ, শিশু-কিশোর সাহিত্য, সম্পাদনা, গবেষণাসহ ফিকশন ও নন ফিকশন- উভয় ধারায় তিনি রচনাশীল। তার প্রকাশিতব্য প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতা শরিফ’। অন্যতম জনপ্রিয় সঙ্গীত- চলার পথে যদি পথ ভুলে যাই, খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, রাসুল রাসুল ইত্যাদি। তাইসিরুল কুরআন বোর্ড, বাংলাদেশ প্রণীত তৃতীয় শ্রেণির বইয়ে তার কবিতা পাঠ্য। মুহিম মাহফুজ বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক। শৈশবে পিতার কাছে কুরআনের হিফজ শুরু। রিকাবি বাজার মাদরাসা, কাঠপট্টি, মুন্সিগঞ্জে সমাপ্তি। ২০১১-১২ সনে জামিয়া ইসলামিয়া মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন। বর্তমানে সোনারগাঁ ইসলামিক রিসার্চ সেন্টার, নারায়নগঞ্জে ইতিহাসের শিক্ষক হিসেবে কর্তব্যরত। পেশাগত জীবনে ২০১১-১৪ ঈসায়ী পর্যন্ত তিনি অধুনালুপ্ত মাসিক রহমতের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৩-১৪ পর্যন্ত ছিলেন বহুল প্রচারিত সাপ্তাহিক লিখনী-মাসিক তারুণ্যের সহকারী সম্পাদক। ২০১৩ সনে তার সম্পাদনায় প্রকাশিত হয় সাহিত্যকাগজ ‘আনতারা’ এবং ২০১৫ সালে দ্বিতীয় দশকের তরুণদের গল্পকবিতার সংকলন ‘গল্পদ্য’। ১৯৯০ ঈসায়ী সনের ৩০ আগস্ট বিক্রমপুরের টঙ্গীবাড়ি থানাধীন মটুকপুর গ্রামে তার জন্ম। পিতা হাফেজ আবুল কাশেম। মা মরহুমা সাজেদা বেগম মমতাজ। পারবিারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যার জনক। মুহিম মাহফুজ কবি আল মাহমুদের রচনা সহযোগী হিসেবে ২০১০-১৫ পর্যন্ত ঘনিষ্ট ছিলেন। তার শ্রুতিলিখনে রচিত হয়েছে কবির বহু কবিতা-গল্প-উপন্যাস-সাক্ষাতকার ইত্যাদি। সেসব রচনা গ্রন্থনা ও সম্পাদনা করে প্রকাশ করেছেন ‘অগ্রন্থিত রচনাবলি : আল মাহমুদ’ নামে। আল মাহমুদ বিষয়ে এটি তার প্রথম গ্রন্থ।

স্বত্ব © ২০২৩, যোগাযোগ | ই মেইল : jogajogbd.org@gmail.com

যোগাযোগ-এ প্রকাশিত কোনো লেখা, ছবি কিংবা শিল্পকর্ম লেখক অথবা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা অবৈধ৷