কাজী একরাম
কাজী একরাম। হাফেজে কুরআন, মাওলানা। গবেষণা ও সভ্যতা-সংস্কৃতি অধ্যয়নে পড়াশোনা করেন মা‘হাদুল ফিকরি ওয়াদ দিরাসাতিল ইসলামিয়া ঢাকায়। আগ্রহের বিষয় উলূমুল কুরআন, প্রাচ্যতত্ত্ব, ইসলামী দর্শন এবং তুলনামূলক ধর্ম ও সংস্কৃতি। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে চারটি মৌলিক ও অনূদিত গ্রন্থ। সৃষ্টিশীল অন্বেষা ও ইসলামের মহত্ত্বচর্চা তার লেখালেখির মূল প্রবণতা।