
কাউসার মাহমুদ
থাকেন সৌদি আরব। মৌলিকের পাশাপাশি অনিয়মিত অনুবাদেরও চেষ্টা করেন। তাঁর অনুদিত গ্রন্থের সংখ্যা চার। প্রথম অনুবাদ গ্রন্থ ‘ঠাণ্ডা গোশত’ (উর্দু) প্রকাশিত হয় ২০১৯ সালে। তারপর ‘দ্য ব্রেড উইনার’ (ইংরেজি) ২০২০। ‘মান্টো কে আফসানে’ (উর্দু) ২০২২। ‘দুঃখী কমলালেবুর দেশ’ (আরবি) ২০২৩।