আহমাদ হাবীব শাকির

আহমাদ হাবীব শাকির মূলত স্বেচ্ছা বা স্বতন্ত্রধারার সংস্কার গদ্য-নবিশিতে আগ্রহী বা গদ্যলেখক বলা যাবে, ভাষিক ক্ষেত্রে কাঠামোবাদ-বিরোধী। পড়াশোনা কওমি ও জেনারেল উভয়ধারায়, বর্তমানে তাকমিল ফিল হাদিস পড়ছেন দেশের প্রথমসারির এক জামিয়ায়। তরজমা রচনা ও লেখালেখির অভ্যস্ততা থাকলেও সমৃদ্ধ ও উন্নততর ধী-গঠন ও অভিজ্ঞা এবং মৌলিক ফন্নী ও আন্তর্জাতিক পাঠপিপাসা তাকে পরিচালিত করতে উদ্বুদ্ধ করে নিজস্ব গোলকে, স্বপ্ন দেখেন ‘ইসলামী পুনর্জাগরণবাদ’ ও ‘ইসলাম-কেন্দ্রিক ফিকরী ও সাংস্কৃতিক জাগরণবাদে’।

স্বত্ব © ২০২৩, যোগাযোগ | ই মেইল : jogajogbd.org@gmail.com

যোগাযোগ-এ প্রকাশিত কোনো লেখা, ছবি কিংবা শিল্পকর্ম লেখক অথবা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা অবৈধ৷