
আফিফা মারজানা
আফিফা মারজানা।
পড়াশোনা করেছেন কওমী মাদরাসায়, বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠক। সন্তান সংসার সামলে অবসরে গল্প লেখার চেষ্টা করেন। গত একযুগে বিভিন্ন পত্রপত্রিকায় তার একাধিক গল্প প্রকাশিত হয়েছে। সম্প্রতি ‘ইয়াসমীন’ ও ‘গুলমোহর’ নামে যথাক্রমে একটি গল্প সংকলন ও উপন্যাস বের হয়েছে।