আবদুস সাত্তার আইনী

আবদুস সাত্তার আইনী। উত্তরা বাইতুস সালাম মাদ্রাসায় হিফ্জুল কুরআনসহ জালালাইন জামাত পর্যন্ত পড়েন। জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর থেকে মিশকাত ও দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। জামিয়া দারুল মা‘আরিফ, চট্টগ্রামে উচ্চতর পর্যায়ে পড়াশোনা করেন। পুম্বাইল এফ.ইউ. ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবন : কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারে রিসার্চ ফেলো হিসেবে ৩ বছর কাজ করেছেন। এখন আরেকটি গবেষণা-প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কর্মরত আছেন। ছাত্রাবস্থা থেকে লেখালেখি করে আসছেন এবং এখন সার্বক্ষণিক লেখালেখির সঙ্গে যুক্ত । বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাময়িকী ও মাসিক পত্রিকাগুলোতে লিখেছেন। ‘কাসাসুল কুরআন’, ‘সালাহউদ্দীন আইয়ুবী : সংগ্রাম ও বিজয়ের দিনলিপি’, ‘মুসলিমজাতি বিশ^কে কী দিয়েছে’, ‘আল কুরআনের ভৌগোলিক ইতিহাস’সহ তাঁর অনূদিত গ্রন্থের সংখ্যা ২২।

স্বত্ব © ২০২৩, যোগাযোগ | ই মেইল : jogajogbd.org@gmail.com

যোগাযোগ-এ প্রকাশিত কোনো লেখা, ছবি কিংবা শিল্পকর্ম লেখক অথবা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা অবৈধ৷