গোপন কথাদের দিন
আজ একটি গোপন কথাদের দিন
মৃত্যুর কাছে সমস্ত নক্ষত্র চুইয়ে পড়েছে
আমাদের মনে দোলে ওঠে প্রেম
গোপন কথারা ফুরিয়ে আসে
দক্ষিণের বাতাসে ছুঁড়ে ফেলি সকল অন্ধকার
তোমার কাঁচুলির খাঁজে সবুজ আকাশ
বিক্ষুদ্ধ আত্মারা কেঁপে ওঠে
এই প্রেম শুধু প্রেম নয়
জরাজীর্ণ দেহের উত্তাপ
সমগ্র মহাবিশ্ব যেখানে
কবিতার মতো গম্ভীর
আর আমার মতো নিঃসাড় আঙুল
ছুঁয়ে দেখা অন্যায় নয়
আমাকে বেঁধে রেখেছে উগ্রবাদ
সমস্ত কাল ধরে ছুটে চলেছে অবিকল নগ্নতা
সমস্ত কাল ধরে কেবল একটিমাত্র অবিশ্বাস
বলো—কোথায় ফুরিয়ে গেল সেদিনের কথা
রাজপথে নেমে আসা উন্মাদ প্রেমিকের মতো
আমার ঠোঁটজুড়ে শুকনো কাঠের দেয়াল।
*
পৃথিবী ক্ষয় হয়ে যায়
পৃথিবী ক্ষয় হয়ে যায়—অবিশ্রান্ত পথের বাঁকে ঘুম-ঘুম নীরবতা—আমি তাকিয়ে দেখি পৃথিবীর কোথাও কোনো জঞ্জাল নেই। সকল মানবতাবাদীরা রাজপথে নেমে এসেছে, আর রাষ্ট্রীয় কালো হাত টুটি চেপে ধরে আছে মানুষের জীবন।
এভাবেই ক্ষয় হয়ে যায় পৃথিবী—
চোখের চারপাশে বারুদমাখা বিক্ষোভ
দ্রোহ হতে ক্ষয়ে পড়ে পৃথিবীর আয়ু।
*
শব্দের পাঁয়তারা
একটা বিকট শব্দ হলো
রঙিন পোশাক পরে কেউ জানলার পাশে দাঁড়িয়ে আছে
চেয়ে দেখি কেউ নেই
মনে হলো আমার উদ্বাস্তু জীবন
খোলা জানলা হতে একটা নির্ভার আকাশ
হেঁটে যায় দীর্ঘশ্বাস
নীল মেঘের কাছে।
সুন্দর।
সুন্দর প্রকাশ 🥰