১.৮K
রচনা ও শিল্পকর্ম পাঠানোর ক্ষেত্রে লক্ষণীয় :
যোগাযোগ শিল্প, সাহিত্য, দর্শন, সংস্কৃতি এবং তত্ত্ব-বিষয়ক ওয়েবজিন। আমরা গদ্য, সাক্ষাৎকার, কবিতা, গল্প, উপন্যাস, সমালোচনা, বইপত্র, অনুবাদ, শিল্পকলা ও সংস্কৃতি-চিন্তার নানা বিষয়াদি প্রকাশ করি।
যোগাযোগ অপ্রকাশিত লেখা প্রকাশ করে। সামাজিক মাধ্যম, ফেসবুক, ব্লগ, ব্যক্তিগত ওয়েব কিংবা অন্য কোনো সাময়িকী বা পত্রিকায় প্রকাশিত লেখা যোগাযোগ প্রকাশ করে না।
লেখক নয়, যোগাযোগের কাছে গুরুত্বপূর্ণ লেখকের লেখা। নৈর্ব্যক্তিক ও নির্মোহ পদ্ধতিতে আমরা লেখকের রচনাকে উপযুক্ত পাঠকের কাছে পৌঁছে দিতে প্রয়াসী।
যোগাযোগে প্রেরিত সব ধরনের রচনা সংশোধন, পরিমার্জন কিংবা বিয়োজনের সকল এখতিয়ার সম্পাদকমণ্ডলী সংরক্ষণ করবেন।
দয়া করে, লেখা প্রেরণের পর অন্তত তিন মাস অপেক্ষা করবেন। লেখা নির্বাচনের জন্য এ সময়টুকু আমরা চেয়ে নেবো। প্রেরিত লেখা অন্য কোথাও প্রকাশিত হলে যোগাযোগ তা গ্রহণ করবে না।
কোনো ব্যত্যয় না ঘটলে আমরা প্রতিটি লেখার প্রাপ্তি স্বীকার করি। লেখা পাঠিয়ে ব্যক্তিগত যোগাযোগের প্রয়োজন নেই। ব্যক্তিগতভাবে কোনো ধরনের যোগাযোগ করা হলে রচনাটি অপ্রকাশযোগ্য বলে বিবেচিত হবে।
রচনা গৃহীত না হলে কোনো ধরণের কৈফিয়ত কিংবা জবাবদিহীতা প্রদানে যোগাযোগ বাধ্য নয়।
রচনা ও শিল্পকর্ম পাঠানোর ক্ষেত্রে জরুরি কিছু জ্ঞাতব্য :
প্রবন্ধ :
মৌলিক কিংবা অনূদিত যে কোনো ধরনের চিন্তামূলক ও তত্ত্বীয় প্রবন্ধ আমরা প্রকাশ করি। তবে শব্দসংখ্যা ১০০০ থেকে ৫০০০ এর মধ্যে সীমাবদ্ধ থাকলে আমাদের জন্য সুবিধা।
সাক্ষাৎকার :
আমরা যে কোনো ব্যক্তির সাক্ষাৎকার প্রকাশে আগ্রহী। তবে সেক্ষেত্রে অবশ্যই সাক্ষাৎকার প্রেরণের পূর্বে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।
গল্প :
যে কোনো ধরনের অপ্রকাশিত গল্প আমরা প্রকাশ করি। গল্পের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০০ শব্দ পর্যন্ত কবুল করা হয়।
উপন্যাস :
আমরা ধারাবাহিক উপন্যাস প্রকাশে আগ্রহী। যে কোনো জনরার উপন্যাস রচনার প্রতি আমরা উৎসাহ প্রদান করছি।
কবিতা :
আমরা যে কোনো ধারা ও ফর্মের অপ্রকাশিত কবিতা প্রকাশ করি। তবে কমপক্ষে পাঁচটি কবিতা আমাদের প্রযত্নে পাঠাতে হবে।
গদ্য :
আমরা যে কোনো ধরনের অপ্রকাশিত গদ্য প্রকাশ করি। মুক্তগদ্য, স্মৃতিগদ্য, ভ্রমণগদ্য ইত্যাদি এর মধ্যে শামিল। তবে গদ্যটি ১০০০ থেকে ৫০০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকলে সুবিধা।
সমালোচনা :
আলোচনা-সমালোচনা আমাদের বিশেষ আগ্রহের ক্ষেত্র। বই-পুস্তক, পত্র-পত্রিকা, সঙ্গীত, আলোকচিত্র, ক্যালিগ্রাফি ও চিত্রকল্পের আলোচনা-সমালোচনাকে আমরা স্বাগত জানাই। তবে সমালোচনার ক্ষেত্রে লক্ষণীয় হলো, তা যেন অযাচিত ও অনাকাঙ্ক্ষিত ব্যক্তি কিংবা গোষ্ঠী আক্রমণের দোষে দুষ্ট না হয়। এবং তার শব্দসংখ্যা যেন অবশ্যই ১০০০ থেকে ৩০০০ শব্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
শিল্পকর্ম :
এ বিভাগে আমরা চিত্রকলা, ক্যালিগ্রাফি ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করতে ইচ্ছুক। প্রতিষ্ঠিত কিংবা নবীন চিত্রশিল্পী, ক্যালিগ্রাফার ও আলোকচিত্রী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিংবা আপনার প্রিয় কোনো শিল্পীর নাম প্রস্তাব করতে পারেন। আমরা তার সাথে যোগাযোগ করবো।
ফিচার :
যোগাযোগের আরেকটি চমৎকার বিভাগ হলো ফিচার বিভাগ। এ বিভাগে আমরা দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মুসলিম ঐতিহাসিক স্থাপত্য, মাদরাসা, মসজিদ ও বিশেষ ব্যক্তিবর্গকে নিয়ে ফিচার প্রকাশ করতে চাই। যে কোনো ধরনের সাহিত্যিক, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবরাখবরও এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবে যোগাযোগ। যে কোনো বিষয়ে সুলিখিত ফিচার আমাদের পাঠাতে পারেন। ফিচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের (প্রয়োজন অনুপাতে) ফটোগ্রাফ/ছবি যুক্ত করা বাঞ্ছণীয়। শব্দসংখ্যা ১০০০ থেকে ৩০০০ এর মধ্যে রাখলেই আমাদের জন্য সহায়ক হয়।
যোগাযোগ আপনার রচনা/শিল্পকর্ম প্রকাশের জন্য উন্মুখ। আমরা আপনার লেখা পড়তে ও প্রকাশ করতে অধীর আগ্রহী। যোগাযোগের সাথে আপনার দিনযাপন সুন্দরতর হোক।
যোগযোগে রচনা ও শিল্পকর্ম পাঠানোর জন্য ই-মেইল ব্যবহার করুন। পেইজের ইনবক্সে প্রেরিত কোনো লেখা যোগাযোগ আমলে নিবে না।
আমাদের ই-মেইল অ্যাড্রেস : jogajogbd.org@gmail.com
শুকরান। জাযাকুমুল্লাহ।
লেখা কি যেকোনো সময়ই পাঠানো যাবে? এর জন্য নির্ধারিত সময়সীমা আছে?
যে কোনো সময় পাঠানো যাবে৷ যেদিন পাঠাবেন তারপর থেকে তিন মাসের ভেতর কোনো এক সংখ্যাতে পাবলিশ হবে৷ যদি লেখা মনোনীত হয়৷
ধন্যবাদ৷
শুভ কামনা যোগাযোগের জন্য।
যোগাযোগের সাথে আমাদের যোগাযোগ থাকুক সবসময়।
ইমেইলে ওয়ার্ড ফাইল পাঠালে হবে?
হবে।
‘যোগাযোগ’-এর সাথে আমাদের যোগাযোগ অব্যাহত থাকুক। যোগাযোগ আরও এগিয়ে যাক —এটাই প্রত্যাশা।
যোগাযোগে মানসম্মত লেখা পাঠালে যোগাযোগ থেকে লেখকের কোন প্রাপ্তি থাকে?
জি। থাকে।
আমি কবিতা পাঠাতে ইচ্ছুক—– মোবাইলে লিখা ডক ফাইল পাঠালে কি গ্রহণ করবেন!!!!!
জি। তবে অবশ্যই মেইলে পাঠাতে হবে। ধন্যবাদ।
যোগাযোগ পড়তে এলাম। পড়েছি এর আগেও; কিন্তু পুরো নয়। আজ নিয়ত করলাম পুরো পড়ার। সব সংখ্যা। দেখি, কতদিন লাগে!