পিয়াস মজিদের কবিতা

পিয়াস মজিদ

জানুয়ারির ০১টা সন্ধ্যা


~ ~ ~ 

 

এমন না যে মোহাম্মদপুর খুব আপন

তবু তেমন পর পরও লাগে না তো

গায়ে জ্বর, মুখে স্বাদ নাই-

০১টা পরিস্থিতি লয়ে

শেরশাহ শূরি রোড দিয়ে পথ হারায়ে

আমি ঠিকঠাক রাস্তা না চিনলেও 

রাস্তা ঠিক তার রাস্তাতেই থাকে

শীত ফুরায়ে এলে বাগান বেছে

ফুলের চোখে কে রে সুরমা মাখে

হেই হেই

জাপান গার্ডেন নাকি জেনেভা ক্যাম্প

কাবাব আর কবরের গন্ধ ছুটলে

স্থির থাকা যায় না কেন?

 


ছোট বিঘাই


( রিফাত ও আসাদকে)

~ ~ ~

 

এত বড় বাংলায়

০১টা ছোট বিঘাই আছে!

এই অচিন গ্রামের 

সকালে ঢু্কে

তার অফুরান সন্ধ্যায় ডুবে যাই,

সাঁকো আছে এখনও এখানে

সাঁকোতে ওঠে টের পাই

পাত্তা না দিলে

দুনিয়ার দোলাচল

এমনি এমনি পুকুরে ভেসে যায়,

মার্চে মেদুর ছোট বিঘাইয়ের 

বিকাল ভুরভুর 

গোধূলির হাটে 

আমাকে কিনে 

আমাকেই বেচে দিলে,

মির্জাগঞ্জের ওরসে ভেসে

রাতগভীর পানি-টলমল

পাশের ওই পায়রা নদীতে

আমার না হোক

ওগো বিঘাই,

তুমি আমার

ছায়ার লাশ 

একবার দেখে

একবারেই চিনে নিতে পারবে তো?

 


জন্ম


~ ~ ~

 

ডুবে যাচ্ছিলাম

ডুবতে ডুবতে

টের পাচ্ছিলাম

আমার ওপর আছড়ে পড়া

পানির শেষ নিশ্বাস!

 


চলাচল


~ ~ ~

 

গন্তব্য খুঁজি না

 

যতদিন আছি

রাস্তায় ঢেলে দিতে থাকি

চলাচলের রং

 

নিজে বিবিধ ক্ষুধা নিয়ে

রাস্তাকে দিয়ে গেছি 

আমার সফরের স্বাদ

বিজ্ঞাপন

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mohammad Noman
Mohammad Noman
1 year ago

মাশাআল্লাহ

স্বত্ব © ২০২৩, যোগাযোগ | ই মেইল : jogajogbd.org@gmail.com

যোগাযোগ-এ প্রকাশিত কোনো লেখা, ছবি কিংবা শিল্পকর্ম লেখক অথবা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা অবৈধ৷