টেইলার্সে জামা বানাতে দিয়েছিলাম
গুলিবিদ্ধ দর্জির রক্তে লাল বুকের অংশটা শুকায়নি এখনো
একটা অতিথি পাখি কবরস্থ জানালার পাশে
হাতমুখ ধুতে এসে একটু জিরিয়ে নিলাম
চেহারায় সতেজতা আরেকটু বেড়েছে
গোঁফের আড়ালে একটা উল্লাস লুকোচুরি খেলছে
আগুন চোখে যেসব দূরবর্তী লক্ষ্যবস্তু সেট করছি
সেখানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কারো না কারো ভাই বাবা বন্ধু পরিজন
মনে পড়ছে আব্দুল্লাহর কথা
ছয় বছরের শিশু
মায়ের হাত ধরে ছুটে গেছে লাস্ট উইকে নিরাপদ আশ্রয়ের খোঁজে
মানুষের মনে হারানোর বেদনা আরো বেশি সতেজতা এনে দেয় বুঝি?
২
কায়রোর আকাশে তখন রঙিন সূর্য
বিজয়ের নাম নিয়ে মুচকি হাসি ঝুলে আছে যুগ যুগ ধরে
যদিও বেবিলন বা মেমফিসের লোকগাঁথা এখনো মুখে মুখে
কতেক বেদুইনের ঘরে ইতিহাস সাজানো থরে থরে
নীলনদ প্রতিদিন সূর্য থেকে পায় আদিম শক্তি
একজন শিক্ষার্থীর দিনলিপি ঘেঁটে দেখা গেছে
মুক্তির ফিকিরে ঠাসা প্রতিটা শব্দে তাহাজ্জুদের অশ্রু মাখা
পাতায় পাতায় স্বাধীনতার ছক, বিজয়ী ভবিষ্যৎ
যেখানে মাজলুম সেখানেই তার পংক্তিগুলো যেন একেকটা মিসাইল
একজন প্রফেসর সংশোধিত ইসতেশরাক পড়াতে পড়াতে কেঁদে দিচ্ছেন
কিশোরী মুমিনার মনে তখন আগুন ঝরে, মরুঝড়
৩
পর্যটকের কথাবার্তায় বাড়তি অভিজ্ঞতার ছাপ থাকবেই
নানান দেশের নানা মানুষের সঙ্গে মিশে দৃঢ় হয় মনোবল
কোথাও কোনো বালকের মুখে বারুদ মাখা দেখে জড়িয়ে পড়েন যুদ্ধে
ইতিহাস রিপিট হতে থাকে ক্লাশনিকোভে মিনজানিকে
বিন কাসিমের প্রতিটা নথি নেড়ে চেড়ে ছিনিয়ে আনেন সূর্য
একজন হাওলদারের জীবনী
হয়ে ওঠে লক্ষ লক্ষ অশ্রুফোঁটার মিযাব
কাবার গিলাফ ধরে যে আবেদ চিৎকার করতে থাকে
তাকে অঞ্জলি ভরে পরিবেশন করো আবে জমজম
৪
আপনার মিথ্যাচার ক্ষমতার দম্ভ অন্যায় আচরণে যদি একটি প্রাণও ঝরে
মনে রাখবেন আপনার জন্যই প্রস্তুত হচ্ছে এক লক্ষ অজগর
কয়েক কোটি বিচ্ছু আর আটটা উত্তপ্ত জাহান্নাম
একটি শিশুর একটি মাত্র অশ্রুবিন্দু আপনাকে ভাসিয়ে দিতে পারে
অভিশপ্ত সমুদ্রের উত্তাল লাভাস্রোতে
আপনার দিনারাত শিশুটির কান্নাজর্জর মুখ, ভয়ার্ত চোখ
আর ধড়ফড় বুকের প্রতিদ্বনিতে কেঁপে কেঁপে উঠবে
আপনি নিজেকে কোথাও লুকাতে পারবেন না
আপনার মায়ের আঁচল আপনার জন্য হয়ে উঠবে হাশরের মধ্যাহ্ন
আপনার প্রিয়তমার ঠোঁটে লেপ্টে থাকবে দলা দলা ঋতুস্রাব
আপনার কন্যার চাহনিতে ঠিকরে পড়বে ঘৃণা আর তিরস্কার
আপনার এই দাম্ভিক সময় ফুরিয়ে যাবে
আপনার তকদিরে হেদায়েত নেই বলে কি একটুখানি প্রশান্তিও প্রার্থনা করতে পারেন না?
সাদী সাহেব, খুবই অসাধারণ কবিতা। আপনি যে আমাদের গুরুত্বপূর্ণ কবি, এটা কি জানেন?
মা শা আল্লাহ।
অনিন্দ্য সুন্দর কবিতাগুলো।
বেঁচে থাকুক যুগ যুগ ধরে।
কবির জন্য শুভকামনা।