ইসমাইল হুসাইন-এর শিল্পকর্ম

যোগাযোগ ডেস্ক

ইসমাইল হুসাইন। জন্ম ও ১৯৯৪ সালের ১৪ই ফেব্রুয়ারি। ছোটবেলা থেকেই আর্টের প্রতি এক ধরনের আকর্ষণ। হিফজ পড়াকালীন, ২০০৭-৮ সালের দিকে পত্রিকা-ক্যালেন্ডার থেকে ক্যালিগ্রাফি কিংবা গ্রামের দৃশ্য কেটে সংগ্রহ করে রাখতেন ডাইরিতে। পরবর্তীতে যখন কিতাব খানায় ভর্তি হলেন তখন কিতাবের বা কোনো বইয়ের নামলিপি প্রচ্ছদ এগুলো দেখে দেখে রং পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করতেন। এ দেখে বন্ধুরা তাদের বই অথবা খাতায় নাম লিখে দেয়ার জন্য আবদার করতো শিল্পীর কাছে। তিনি বন্ধুদের আবদার মেটানোর চেষ্টা করতেন। ২০১৪ সালে তিনি পুরোপুরি এই জগতে প্রবেশ করেন।

মাহবুব মুর্শিদ স্যারের একটা স্টুডিও ছিল তখন, গালা নামে। সেই সূত্রে পল্টনে যাতায়াত। এবং সেখানেই কাজী যুবাইর মাহমুদ-এর সাথে শিল্পীর পরিচয়। নিয়মিত যাওয়া আসা চলতে থাকে তার কাছে। সে সময় শিল্পকলা একাডেমিতে একটা প্রদর্শনী হয়; ক্যালিগ্রাফি এক্সিবিশন। সেই ক্যালিগ্রাফি এক্সিবিশন পুরোপুরিভাবে তার আর্টের জগতে প্রবেশ করার ক্ষেত্রে প্রবলভাবে উদ্দীপনা যোগায় এবং সেই রমজানেই তিনি ঈদের জামা কাপড় জুতার টাকা দিয়ে রং তুলি সংগ্রহ করেন। তারপর থেকে নিয়মিত প্র্যাকটিস করতে করতে আজকের এই অবস্থান।

ইসমাইল হুসাইন মূলত মর্ডান ক্যালিগ্রাফিগুলো করতে বেশি পছন্দ করেন। যেহেতু ক্যালিগ্রাফিটা মূলত খত নির্ভর একটা শিল্প, আর এক্ষেত্রে তার কোন ওস্তাদ নেই ফলে মডার্ন বা টেক্সচার নির্ভর ক্যালিগ্রাফি করতেই তার বেশি স্বচ্ছন্দ্য।

এ পর্যন্ত দশ থেকে বারোটা এক্সিবিশন বা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন ইসমাইল হুসাইন। অংশ নিয়েছেন দুটি আন্তর্জাতিক প্রদর্শনীতেও। ক্যালিগ্রাফি এখন আর তার নেশার সীমায় আটকে নেই; পুরদস্তুর পেশা হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এবং তার বেশ ভালোই চলছে দিনকাল। স্বপ্ন দেখেন নিজস্ব একটা ইনস্টিটিউট এবং সমৃদ্ধ আর্ট গ্যালারি গড়ে তোলার। আমরা শিল্পীর প্রোজ্জ্বল ভবিষ্যৎ কামরা করছি। যোগাযোগ-এ তার ক্যালিগ্রাফি প্রদর্শন করতে পেরে আমরা আনন্দিত।


 

আয়াতুল কুরছি ১

আয়াতুল কুরছি ২

আয়াতুল কুরছি ৩

সুরা বাকারার শেষ দুই আয়াত

বালাগাল উলা বিকামালিহি…

Resin Ocean Art

নিজের আঁকা ক্যালিগ্রাফির সাথে শিল্পী ইসমাইল হুসাইন

বিজ্ঞাপন

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আবিদ হাসান
আবিদ হাসান
1 year ago

মাশাআল্লাহ। সত্যিই অসম্ভব সুন্দর।

স্বত্ব © ২০২৩, যোগাযোগ | ই মেইল : jogajogbd.org@gmail.com

যোগাযোগ-এ প্রকাশিত কোনো লেখা, ছবি কিংবা শিল্পকর্ম লেখক অথবা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা অবৈধ৷