যোগাযোগ। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সমাজ, দর্শন, রাজনীতি, ইতিহাস ও ভবিষ্যৎ-ভাবনা— ইত্যকার-বিষয়ক ওয়েবজিন। নির্মোহ ও নৈর্বক্তিক পন্থায় আমরা সব ধরনের সৃষ্টিশীল রচনা ও শিল্পকর্ম প্রকাশ করি। এ ক্ষেত্রে লেখক ও শিল্পীর বয়স কিংবা পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। আমরা কেবল পরিশীলিত রচনা ও শৈল্পিক সৃষ্টিকর্মকেই বিবেচনা করি। রচনা ও শিল্পের শিল্পগুণই আমাদের কাছে মুখ্য।
যোগাযোগ ঐতিহ্যের সাথে মেলবন্ধন ঘটাতে চায়; যোগাযোগ চায় আমাদের ভাষিক ও বুদ্ধিবৃত্তিক পরম্পরার উত্তরাধিকার বহন করতে। যোগাযোগ পাঠ ও পাঠকের সংযোগ সেতু। যোগাযোগ আমাদের পারস্পরিক যোগাযোগ-পথ। ঐতিহ্য ও পরম্পরার এই নতুন সিলসিলায় আপনাদের স্বাগত।
