আবু তাহের তারেক এর কবিতা

আবু তাহের তারেক

মাদরেসা 

 

আমি মাদরেসা ভালা ফাই  

তালা আল বাদরু আলাইনার শান হুনি  

মুহাম্মদ আইরা  

লগে সাহাবী আবু বকর 

মদীনার বালুত ফাও রাখল টায়ার্ড উট 

শাদা রুমাল উড়াইয়া খবুতর ছাও অখলে গান গাইল 

ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দা’আ লিল্লাহি দা 

 

হলি 

 

লাউ খেত ফারইয়া দারুল কেরাতো যাই  

হলি তুমি আইতায়নায় বোরকা ফিন্দি 

ভটর খালর ফারো! 

আমার আউজুবিল্লাত নাই জের জবর পেশ 

মাদ্রাসার তিলাওয়াত যায় তোমার বাড়িতও! 

 

আমি আর আব্দুর রহমান 

 

হুজুররার লাইফর ভিত্রে কয়েকদিন ঢুকলাম 

পাইঞ্জাবি টুপ্পি পিন্দিয়া গলাত  আলকুরান ঝুলাইয়া 

ফতেহপুর গ্রামর প্যাঁক মাড়াইলাম 

আমি আর আব্দুর রহমান দুইজনে মিলিয়া 

সুরমার পাত্থরে বইয়া ঢিল মারলাম 

কোথায় কোথায়, 

স্বপ্নের ভিতরে আমরা কি করতেছিলাম  

আ. রহমান কইতেছিল 

 

আমি তুমার গেছে যাই  

 

আমি তুমার গেছে যাই 

আর পরিচয় হারাই 

 

আমি হই বনর কুল  

মোরগাঝুট ফুল 

 

হিন্দু নায় মুসলিম নায় 

আমি প্রেমিকা তুমার 

 

আমি পানি 

তুমার তেষ্টায় রংগিন 

 

তারা বলে আপনার ঘর কি 

 

আমার ঘর একটা আছিল 

বন্যায় পানিয়ে নিছে 

বিজ্ঞাপন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

স্বত্ব © ২০২৩, যোগাযোগ | ই মেইল : jogajogbd.org@gmail.com

যোগাযোগ-এ প্রকাশিত কোনো লেখা, ছবি কিংবা শিল্পকর্ম লেখক অথবা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা অবৈধ৷